একজন ব্যক্তি একের অধিক কোটায় আবেদন করতে পারবেন না। আবেদনকারী মনোনীত হলে ১টি লাইসেন্স ইজারা/বরাদ্দ পাবেন।
আবেদনের সাথে সিইও, ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে লাইসেন্স ফি বাবদ ৭৩০০/- (সাত হাজার তিনশত) টাকার পে-অর্ডারের কপিসহ তথ্য প্রদান করতে হবে। আবেদনকারী মনোনীত হলে পে-অর্ডার জমা প্রদান করতে হবে।
রিক্সার লাইসেন্সের জন্য অনুমতিপ্রাপ্ত হলে লাইসেন্স ফি এর উপর ১৫% ভ্যাট ও ১০% উৎসকর প্রদান করতে হবে। এছাড়া প্রতিটি লাইসেন্সের জন্য ৩০০০/- (তিন হাজার) টাকা জমা রাখতে হবে। এর মধ্যে জামানত বাবদ ২০০০/- টাকা লাইসেন্সের মেয়াদ শেষে ফেরতযোগ্য। অবশিষ্ট ১০০০/- টাকা রিক্সা মনিটরিং ফি বাবদ কর্তন করা হবে।
রিক্সার লাইসেন্স বিক্রয় করা যাবে না, তবে ভাড়া প্রদান করতে পারবেন। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে জামানত বাজেয়াপ্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনকারী ঢাকা সিটিকর্পোরেশন বা ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন এলাকায় বসবাসকারী হতে হবে। প্রমানক হিসেবে সংশ্লিষ্ট এলাকার নাগরিক সনদপত্র দাখিল করতে হবে।
সকল কোটার আবেদনের ক্ষেত্রে কোটার প্রমানক সংযুক্ত করতে হবে।
অনলাইনে আবেদন করার পর আবেদনের প্রিন্ট কপিসহ ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের রাজস্ব শাখায় ২০০/-টাকা আবেদন ফি জমা করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে।